প্রশাসনের দ্রত হস্তক্ষেপে পানিবদ্ধ বিল ডাকাতিয়া পানি নামতে শুরু করেছে

স্টাফ রিপোর্টারঃ ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা প্রশাসন তথা খুলনা জেলা প্রশাসনের জরুরী পদক্ষেপে এলাকাবাসীর স্বেচ্ছাসনে স্বেচ্ছাশ্রমে কয়েকটি খালের শেওলা কচুরিপানা ও বালুর বস্তা অপসারণ করে সুইচগেট আংশিক খোলার কারণে পানিবদ্ধ বিল ডাকাতিয়ার পানি নামতে শুরু করেছে। তবে খুলনার রায়েরমহল হামিদনগরে ৪ টি গেটে অপদব্য অপসারন , পাহাড়পুর মসজিদের পাশে কেটে দেওয়া রাস্তা আরো একটু গভীর করা , শলুয়া ওয়াপদা ভেড়ির কালিরঘাট সুইচ গেটের সামনে কপার্ট আরো এক ফুট তোলা, ২ নং খয়রামারি গেইটের কপার্ট ২ ফুট তোলা ৩ নং নালের খাল ,খালের সামনের গেটের সামনে ও পিছনে কপার্ট তোলা ও কালিপালের খালে গভীর করা এবং ৪ নং গেটের পাশে সংযোগখাল গুলোর মুখ বেধে দিতে পারলে বিল ডাকাতিয়ার পানিবদ্ধতা আপাতত নিস্কাশন হবে। রবিবার বেলা ৩ টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সাথে মতমিনিময়কালে বিল ডাকাতিয়া রক্ষা কমিটির নেতৃবৃন্দ এ তথ্য প্রকাশ করেন। সরেজমিন পরিদর্শন শেষে মতমিনিময়কালে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বিল ডাকাতিয়া রক্ষা কমিটির সমন্বয়ক মোঃ ফিরোজ মোড়ল, শাহিন সরদার, আব্বাস সরদার, সদস্য সাংবাদিক শামসুল আলম খোকন, গাজী মাকুল উদ্দীন, ফিরোজ শেখ, নুর মোহাম্মাদ শেখ প্রমুখ।