স্থানীয় সংবাদ

যশোরে দেড় কেজি গাঁজা ইয়াবা মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার ৫

যশোর ব্যুরো ঃ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা গত ১২ ঘন্টা ব্যবধানে দেড় কেজির অধিক গাঁজা,ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে। এসময় ২ নারীসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের শংকরপুর (রেল ষ্টেশন ওভার ব্রীজের দক্ষিণ পাশের্^ হিজড়া বাড়ী) মৃত কাজী আকতার হোসেনের মেয়ে তৃষ্ণা আকতার ওরফে প্রিয়া ওরফে তৃশা, শংকরপুর ( রেলষ্টেশন ওভার ব্রীজের দক্ষিণ পাশের্^ হিজড়া বাড়ী) বর্তমানে শহরের চাঁচড়া রায়পাড়া এমএম কলেজের দক্ষিণ গেইট কামরুলের বাড়ির ভাড়াটিয়া মৃত কাজী আকতার হোসেনের স্ত্রী শাহানারা বেগম ওরফে শাহানাজ ওরফে বৈরী,যশোর সদর উপজেলার শেখহাটি বিশ^াসপাড়ার ফজলু বিশ^াসের ছেলে হযরত আলী পাশা,একই উপজেলার বড় ভেকুটিয়া (কওমি মহিলা মাদ্রাসার পাশে) মৃত আবুল কাশেম গাজীর ছেলে আলামিন গাজী ও ছোট বালিয়া ভেকুটিয়া (কলোনী মোড়) এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা তিনটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই রঞ্জন কুমারসহ একদল পুলিশ শনিবার ৯ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়াস্থ জনৈক জাকির হোসেনের বাড়ির পূর্ব পাশের্^ আম বাগানের মধ্যে আলামিন গাজী ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।অপরদিকে, কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাকসহ একদল পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে যশোর শহরের মুজিব সড়ক পঙ্গু হাসপাতালের সামনে এ্যাডভোকেট সৈয়দ শামসুর রহমানের বাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে তৃষ্ণা আকতার ওরফে প্রিয়া ওরফে তৃশা ও তার মা শাহানারা বেগম ওরফে শাহানাজ ওরফে বৈরীকে আটক করে। এসময় তাদের দখল হতে ৩৫ গ্রাম গাঁজা,৭পিস ইয়াবা ও মাদকবিক্রির নগদ সাড়ে ১২ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করেন। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা শনিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার শেখহাটি বিশ^াসপাড়াস্থ হযরত আলী পাশার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রির নগদ ৩লাখ ৬১ হাজার টাকা জব্দ করে। গ্রেফতারকৃতদের রোববার ১০ নভেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button