খুলনা ওয়াসা অফিস থেকে ৭৬৩ পিস পানির মিটার চুরি : থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ওয়াসা চরের হাট জোনের অফিস থেকে ৭৬৩ পিস পানির মিটার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় খুলনা ওয়াসার সহকারী প্রকৌশলী (সিভিল) (অঃ দাঃ) রফিকুল আলম সর্দার খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেছেন। জানা গেছে, খুলনা ওয়াসা চরের হাট জোনের অফিসের ২য় তলার গোডাউন থেকে কে বা কাহারা ৭৬৩ পিস পানির মিটার চুরি করেছে। মিটার গুলো পিতলের তৈরী এবং এগুলো খুবই মূল্যবান ছিলো। একজন উপ-সহকারী প্রকৌশলী, অফিসের নিরাপত্তা প্রহরীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বে নিয়োজিত ছিলেন। এতজন দায়িত্বে থাকার পরও এগুলো চুরি হয়েছে বিষয়টি বেশ রহস্যজনক। তবে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু চুরির কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। খুলনা ওয়াসার সহকারী প্রকৌশলী (সিভিল) (অঃ দাঃ) রফিকুল আলম সর্দার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৭৬৩ পিস পানির মিটার চুরি হয়েছে। এঘটনায় খালিশপুর থানায় একটি জিডি করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে আসল ঘটনাটি বেরিয়ে আসবে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, এঘটনায় আমার থানায় খুলনা ওয়াসার পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। মিটারগুলো পরিত্যক্ত ছিলো। বিষয়টি নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।