শিরোমনিতে যুব অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ গতকাল বিকাল ৪টায় শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর গন অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মোঃ ফারহাদ হাসান রাজ বিশেষ অতিথি ছিলেন গন অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সোহাগ মোল্লা, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি মোঃ সাব্বির রহমান শুভ, যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন, ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সাবেক সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম, খানজাহান আলী থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ বদরুজ্জামান সৈকত, মোহাম্মদ মুরাদ মীর, খানজাহান আলী থানা যুব অধিকার পরিষদের আহবায়ক মোঃ আজমল হোসেন রাফি, মোঃ মুস্তাফিজুর রহমান সহ খুলনা জেলা , মহানগর ও খানজাহান আলী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন স্বৈরাচার সরকারের পতন হলেও , অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের যে পক্রিয়া শুরু হয়েছে তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না।