স্থানীয় সংবাদ

যশোরের ঝিকরগাছায় শিশু কন্যাকে গলা টিপে হত্যা

যশোর ব্যুরো ঃ যশোরের ঝিকরগাছার মাটি কুমরা গ্রামে সকালে নিখোঁজ শিশু কন্যা সাদিয়া খাতুনের মরদেহ গভীর রাতে বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।স্বর্ণের কানের দুলের লোভে প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকুমরা গ্রামের দক্ষিন পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।নিহত সাত বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকুমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে।
সাদিয়ার দাদা ফজলুর রহমান ফজু মোড়ল বলেন,সাদিয়াকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারপর তাকে আর দেখা যায়নি।দিনভর সকল জায়গায় খোজাখুজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি।গভীর রাতে মসজিদের পাশের বাগানে তার লাশ পাওয়া যায়।
স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম(২৫) এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পরিবারের দাবির পেক্ষিতে বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ যশোর শহরের দড়াটানা ভৈরব চত্তর থেকে চম্পাকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে।তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। স্থানীয়রা জানান,চম্পা একজন স্বামী পরিত্যক্তা নারী।নেশায় আসক্ত।নেশার টাকা জোগাড় করতে সে এই জঘন্য কাজটি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button