১২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
#জাহিদ সভাপতি, কাল্লু সাঃ সম্পাদক, শিমুল সাংগঠনিক সম্পাদক #
স্টাফ রিপোর্টার ঃ উৎসবমুখর পরিবেশে গতকাল সন্ধ্যায় খালিশপুর থানার ১২নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাহিদ সভাপতি, কাল্লু সাঃ সম্পাদক ও শিমুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সৈয়দা রেহানা ঈসা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন। সম্মেলনে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোঃ জাহিদুল হোসেন ১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মুজিবর রহমান পান ১৪ ভোট। সাঃ সম্পাদক পদে মোঃ খোদাবক্স কোরাইশী কাল্লু ১৬ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাহিদুর রহমান রিপন পান ১৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এস আরিফুর রহমান শিমুল ২০ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ইসমাইল হোসেন বাদল পান ১০ ভোট। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা মিছিল সহকারে হাউজিং বাজারে গিয়ে এক পথ সভার মধ্য দিয়ে মিছিল শেষ করেন। এ সময় বক্তারা আ’লীগের দোসরদের ষড়যন্ত্র পরিহার করে সঠিক পথে চলার জন্য আহবান জানান। তা না হলে সকল ষড়যন্ত্রে দাঁতভাঙ্গা জবাব সাংগঠনিকভাবে দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চরণ করেন বক্তারা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।