খুলনায় টিআইবির অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা

# দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবো #
স্টাফ রিপোর্টারঃ সনাক, এসিজি ও ইয়েস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা শুক্রবার দিন ব্যাপী লবণচরা থানাধীন অরণ্য রিসোর্ট-এ অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল সচেতন নাগরিক কমিটি ( সনাক )-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খুলনা। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান সনাকের সদস্য রীনা পারভীন। সভাপতিত্ব করেন সনাক খুলনার সভঅপতি এড. কুদরত ই খুদা। শুভেচ্ছা বক্তব্য দেন টিআইবি খুলনার ক্লাস্টার কো অর্ডিনেটর ফিরোজ উদ্দীন, স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি রমা রহমান ও এড. অশোক কুমার সাহা। অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম। স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোদী কার্যক্রমের অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা পেশ করেন সনাক এরিয়া কো অর্ঢিনেটর আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক গৌরঙ্গ নন্দী, খলিলুর রহমান সুমন, মাহবুবুল হক, মেহেদী হাসান, হৃদয় হাশেম আসমত, সাইফুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, আমরা দুর্নীতিকে ঘৃণা করি। সকল প্রকার দুর্নীতি থেকে নিজেদেরকে বিরত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ করি। শিক্ষা ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যে কোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকবো এবং সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করবো। আমরা আইন ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবো। মানুষে মানুষে বৈষম্য এবং শোষণ প্রতিরোধে সচেষ্ট থাকবো। বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সচেষ্ট হব।