মণিরামপুরে পিকআপ ভ্যান ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী হতাহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় পন্যবোঝাই পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর খইতলা নামক স্থানে ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় মোটরসাইকেলের চালক মণিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র উপজেলার মুšিসখানপুর গ্রামের আবুল হাসানের ছেলে মারুফ হাসান(১৭)ঘটনাস্থলেই মারা যান আর মোটরসাইকেলের আরোহী মণিরামপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মুন্সিখানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন রিনি (১৯) গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারুফ হাসানকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। আর এ ঘটনায় অপর আহত কলেজ ছাত্রী সুমাইয়াকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহত মারুফ হাসানের প্রতিবেশী ব্যবসায়ী ফজলুর রহমান জানান, গুরুতর আহত কলেজ ছাত্রী সুমাইয়ার সাথে নিহত কলেজ ছাত্র মারুফ হাসানের সৌদি প্রবাসী মামার সাথে বিবাহের বাগদান সম্পন্ন হয়েছে। রবিবার সকালে হবু মামানীকে নিয়ে মোটরবাইকে চড়ে মণিরামপুর বাজারে যান মারুফ হাসান। বাজার থেকে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘনায় শিকার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছিলো কলেজ ছাত্রী সুমাইয়ার। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবার জন্য প্রস্তুতি চলছিলো বলে তার স্বজনরা জানান। আর নিহত কলেজ ছাত্র মারুফ হাসানের মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।