স্থানীয় সংবাদ

জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), তাদের ১৯তম বার্ষিক সাধারণ সভা গত ১৭ নভেম্বর ঢাকা হোটেল লেকশোরে আয়োজন করেন। বোর্ড মেম্বার, চেম্বারের সাধারণ সদস্য এবং বিভিন্ন সংস্থার বিশিষ্ট অতিথিবৃন্দ সহ প্রায় ১৬০ জন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন জেবিসিসিআই-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ এমরান, এবং জেবিসিসিআই সভাপতি জনাব সুগাওরা মানাবু অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, তিনি জাপান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে জেবিসিসিআই-এর ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। জেবিসিসিআই-এর সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আনোয়ার শাহিদ, অক্টোবর ২০২৩ থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত উলেখযোগ্য কার্যক্রমের বিশদ বিবরণ দেন, যার মধ্যে ছিল সেমিনার, রাউন্ডটেবিল আলোচনা এবং বাণিজ্য সম্পর্ককে দৃঢ় করার জন্য নেটওয়ার্কিং প্রচেষ্টা। কোষাধ্যক্ষ জনাব কেনজি কিমুরা বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য নিরীক্ষক হিসাবে “শফিক মিজান রহমান ও অগাস্টিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস” নিয়োগের প্রস্তাব দেন। এ বার্ষিক সাধারণ সভায় নতুন সদস্যদের স্বাগত জানানো হয় এবং নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন বোর্ড সদস্যদেরা হলেন : জনাব তারেক রফি ভূঁইয়া (জুন) – সভাপতি, জনাব হিরোআকি ওউরা- সহ সভাপতি, জনাব মোঃ আনোয়ার শাহিদ-সহ সভাপতি, মিস মারিয়া হাওলাদার- সেক্রেটারি জেনারেল, জনাব ইউজি অ্যান্দো -যুগ্ম সেক্রেটারি জেনারেল, জনাব কেনজি কিমুরা- কোষাধ্যক্ষ, জনাব মোঃ জাহাঙ্গীর আলম সরকার- যৌথ কোষাধ্যক্ষ, জনাব মানাবু সুগাওরা- পরিচালক, জনাব মোহাম্মদ সোহেল -পরিচালক, জনাব মোঃ শরিফুল আলম- পরিচালক, জনাব নাঈমুর রহমান- পরিচালক, ম্যাডাম সাওরি ফুজিমোতো-পরিচালক, জনাব এ.কে.এম. আহমেদুল ইসলাম বাবু-পরিচালক, জনাব হিরোশি উয়েগাকি-পরিচালক, জনাব রবিউল আলম -পরিচালক, জনাব আতসুশি হিরাকুরি- পরিচালক, জনাব আসিফ এ. চৌধুরী- পরামর্শক। এই ইভেন্টটি জেবিসিসিআই-এর জন্য একটি গুরুত্বপূর্র্ন পরিবর্তন নির্দেশ করে, যা নতুন দৃষ্টিকোণ এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রতিশ্রুতিতে অবিচল থেকে ধারাবাহিক উন্নতির অঙ্গীকার করে। বার্ষিক সাধারণ সভাটি জেবিসিসিআই-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতি দুই দশকের অবদানকে সম্মান জানানো হয়। প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দ, যার মধ্যে আছেন জনাব মতিউর রহমান, জনাব আবদুল হক এবং ডাঃ এ.কে.এম. মওজেম হোসেন, যারা ২০০৪ সালে জেবিসিসিআই-এর প্রতিষ্ঠার পেছনে তাদের প্রচেষ্টা স্মরন এবং এর ভবিষ্যতে এর আরও উন্নতি কামনা করেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, হিজ এক্সিলেন্সি জনাব ইওয়ামা কিমিনোরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার বক্ত্যবে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জেবিসিসিআই-এর দীর্ঘস্থায়ী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান। তিনি জাপান ও বাংলাদেশের মধ্যে সেতু হিসেবে জেবিসিসিআই-এর ভূমিকার গুরুত্ব আলোকপাত করেন, এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর অবদানের উপর জোর দেন। তিনি জাপান-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ)-এর গুরুত্ব উলেখ করেন, যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও আলোচনা সক্রিয়ভাবে অগ্রসর হচ্ছে। ইপিএ সম্পর্কিত জেবিসিসিআই-এর সাম্প্রতিক সেমিনারটি আলোচনার গতিশীলতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বীকৃতি পায়। ইওয়ামা আরও সহযোগিতার আহ্বান জানান, বাংলাদেশের একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য। তিনি জাপান এবং অন্যান্য দেশ থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর উপর জোর দেন। তিনি জেবিসিসিআই-এর উদ্যোগের প্রতি দূতাবাসের চলমান সমর্থন নিশ্চিত করেন। সর্বশেষে, জেবিসিসিআই-এর সহ-সভাপতি জনাব এম. জালালুল হাই উপস্থিতি অতিথি ও সদস্যদের প্রতি তাদের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button