স্থানীয় সংবাদ

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সামনে রেখে সাজছে খুলনা মহানগরী

খবর বিজ্ঞপ্তি ঃ ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দেশের পট পরিবর্তনের পর স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। বগুড়া থেকে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টের একটি ম্যাচ হবে খুলনায়। বর্ণিল আয়োজনের এ ম্যাচ দিয়ে শুধু ক্রীড়াঙ্গন নয়; যুবসমাজ ও ক্রীড়ামোদীদের উৎসবে ভাসাতে চায় খুলনা বিএনপি। ইতোমধ্যে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা সাইন ও গেটে বর্ণিল সাজে সাজছে খুলনা। আগামী ২৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়ামোদী দর্শক মাতাবেন জাতীয় দলের সাবেক ও স্বনাম ধন্য ক্রিকেটাররা। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনার সাংগঠনিক ও প্রচার উপকমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিষ্ট সরকার গেল পনেরো বছর মেগাপ্রকল্পের নামে সীমাহীন লুটপাটে ব্যস্ত ছিল। খেলার মাঠ ছেড়ে যুবসমাজ বিপদগামী হয়েছিল। সে স্থবিরতা কাটিয়ে যুবসমাজকে ক্রীড়াঙ্গনে উৎসব ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম। পলাতক ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলোকে দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। নির্লজ্জ দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ জীর্ণশীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে। তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাজ-সজ্জা উপকমিটির আহবায়ক শেখ সাদী বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গেট নির্মাণ চলমান। গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত কাটআউট স্থাপন করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামের আশপাশের বহুতল ভবনেও প্যানা ঝুলানো হবে। ইতিমধ্যে রয়েল মোড়, ময়লাপোতা মোড়, কেসিসি মার্কেট মোড়, কোর্ট মোড় ও জোড়াগেটে ডবল গেট করা হয়েছে। আলোকসজ্জা করা হচ্ছে জেলা স্টেডিয়ামসহ আশপাশের এলাকা, সাতরাস্তার মোড়, ময়লাপোতা মোড়ের গাছ, সাতগম্বুজ মসজিদের প্রতিকৃতি, রয়েল মোড়ের রয়েল বেঙ্গল টাইগার ও চিংড়ি। রয়েল মোড় ও শিববাড়ী মোড়ে মাইকিং চলছে; আজ থেকে পাঁচ থানায় ভ্রাম্যমান মাইকিং করা হবে।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে আগামী ২৪ নভেম্বর রবিবার খেলাটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ীরা ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নিবে। খুলনার ম্যাচটিকে কেন্দ্র করে খুলনা অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ক্রীড়ামোদী দর্শক মাঠে বসে সরাসরি জাতীয় দলের সাবেক ও দেশসেরা সব ক্রিকেটারদের ক্রীড়ানৈপুন্য উপভোগ করতে পারবেন।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button