দৌলতপুরে বিসিডিএস’র প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ ঐতিহ্যবাহী মুহসিন স্কুল মাঠে সোমবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দৌলতপুর থানা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও খুলনা জেলা কমিটির সভাপতি এ.এস. এম মনিরুজ্জামান খান বাবু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির পরিচালক প্রতাপ রুদ্্র নাথ, হেদায়েতুল ইসলাম পলাশ, মোঃ ফরিদ উদ্দিন, কাজী লুৎফর রহমান মুকুল, মোঃ বুলবুল ইসলাম, সাবেক পরিচালক সারাফাত হোসেন, দৌলতপুর থানা কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান বাচ্চু, সহ-সভাপতি সেলিম শাহেদ, সাঃ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, এসকেএফ কোম্পানির এরিয়া ম্যানেজার রাজু আহমেদ। খেলায় অংশগ্রহন করেন ইসোরাল মাপস্ বনাম লোসেকটিল একাদশ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মোঃ আতিকুল ইসলাম টিপু, আব্দুর রহিম, মো.রাজু শেখ, মোঃ হাসানুর রহমান, মোঃ মামুনুর রশিদ, মোঃ মোশারফ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ শরিফুল ইসলাম, আহাদ আলীসহ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দৌলতপুর থানা শাখার কেমিস্টবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠতব্য প্রীতি ফুটবল খেলায় সার্বিক সহযোগিতা করেন এসকেএফ ফার্মাসিটিক্যাল লিমিটেড ।