ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির অ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার ঃ রূপান্তর আয়োজিত উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও অ্যাডভোকেট সভা মঙ্গলবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা পরিষদের সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উইনড এর কো-অর্ডিনেটর শেখ মাসুদুল হাসান। আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আশরাফ আলী সোহেলের পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ওসি মোহাম্মদ হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মনিরুল ইসলাম সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহানাজ বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, শিক্ষক রুমা ইয়াসমিন, মসজিদের ইমাম মোঃ ইয়াসিন সরদার প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে স্লাইড শো পরিদর্শন করেন রূপান্তরের প্রজেক্ট ও কো- অর্ডিনেটর সুবল ঘোষ।