স্থানীয় সংবাদ

নতুন প্রজন্মই পারে জাতির উন্নয়ন ও অগ্র্রগতির চাকাকে সচল রাখতে

# জনউদ্যোগ, খুলনার প্রজন্মের জয়গান উৎসবে বক্তারা #

খবর বিজ্ঞপ্তি ঃ নতুন প্রজন্মই পারে জাতির উন্নয়ন ও অগ্র্রগতির চাকাকে সচল রাখতে। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষে মানুষে বিভেদের বেড়াজাল যেন সমাজে অস্থিরতা আর অসহিষ্ণুতা তৈরী করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে সমাজ থেকে অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হবে। বিপথগামী যুবসমাজকে মাদক, সাইবার বুলিং, গুজব, কুতথ্যের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। এমন বাস্তবতায় প্রজন্মের জয়গান ও সম্প্রীতির আহ্বানে জনউদ্যোগ,খুলনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রজন্মের জয়গান উৎসব।
দেশের অগ্রগতি জানান দিচ্ছে নতুন প্রজন্মকে এগিয়ে চলা যথার্থই ঘটছে দিকনির্দেশনা মাফিক। সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখছে। দেশের এগিয়ে যাওয়ার বাস্তবতা, অন্যদিকে নতুন প্রজন্মের কর্মকান্ড আমাদের আশাবাদী করে তুলেছে। বর্তমান প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদেরকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে উৎপাদনমুখী ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। ‘নতুন প্রজন্ম্্্্্্্্্্্্্্্্্্ই জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। যুবসমাজের দীপ্ত পদচারণায় বিশ্ব এগিয়ে চলেছে এবং অনাগত দিনগুলোতেও তা অব্যাহত থাকবে। তাদের উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা ও কর্মক্ষমতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে।’ যুব সমাজ হলো- ‘দেশের প্রাণ এবং উন্নয়ন- অগ্রযাত্রার চালিকা শক্তি।’ এখন তাদের জাগরণেই দেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার প্রজন্মের জয়গান উৎসবে বক্তারা।
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস। অনিকেত প্রান্তর গানের সেই বিখ্যাত লাইনকে সামনে রেখে দৃঢ়, ঐক্য ও সম্প্রীতির প্রত্যয়ে এক ঝাঁঁক সাহসী, উদ্যমী যুবকরা এমন শ্লোগানকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত পর্যন্ত প্রজন্মের জয়গান উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা নাচ, গান, আবৃত্তি, নাটকের মাধ্যমে দেশপ্রেম, যুব শক্তির বিকাশ এবং পারষ্পরিক সহমর্মিতার বার্তা প্রদান করেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে যুবকদের নিকট কিছু মেসেজ দেওয়া। যাতে করে দেশ সমাজ রাষ্ট্রের যেকোনো সংকটে যুবকরা তাদের চেতনার জায়গা থেকে এগিয়ে আসতে পারে। জনউদ্যোগ,খুলনার আহবায়ক মানস রায়ের সভাপতিত্বে জনউদ্যোগ যুব সেলের শাইমা আলী হোসেন ও চন্দন দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক কর্মকর্তা বিনয় কুমার সিংহ, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নারী উদ্যোক্তা আলমাস আরা, জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, সমাজসেবক আইনুল হক, জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য, যুব সংগঠক সানজিদা ইসরাম মমি, নুসরাত জাহান মমি, মুহাহমিন, আজিম ইসরাম জীথ, শাইমা আনী হুসেইন, দুর্জয় হালদার, দীপ হালদার , দীপ বৈদ্য জ্যেতি সাহা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button