স্থানীয় সংবাদ
আশাশুনিতে এড. সাইফুল হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
আশাশুনি প্রতিনিধি ঃ এড. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল, শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ধর্মপ্রাণ মুসলিম জনতার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুর“ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে পৌছে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশের সভাপতিত্বে ও ইউসুফ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সমন্বয়ক মফিজুল ইসলাম মাহি, মাসুদ রানা, রিফাত, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব সবুজ হোসেন, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খায়র“ল ইসলাম প্রমুখ।