স্থানীয় সংবাদ

রূপসা শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি স্থগিত

স্টাফ রিপোর্টার ঃ আ’লীগ রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি স্থগিত করা হয়েছে। একই সাথে ওই কমিটির নেতা নজরুল ইসলাম মিথুনকে শোকজ করা হয়েছে। গত ৪ ডিসেম্বর জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা ও সাঃ সম্পাদক ইসমাইল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহল কবির রিজভীর নির্দেশ অমান্য করে এবং খুলনা জেলা শ্রমিক দলের সাথে আলোচনা না করে যুবলীগ এবং শ্রমিকলীগকে শ্রমিক দলে অনুপ্রবেশ করেছেন। ২নং শ্রীফলতলা ইউনিয়নে যাকে শ্রমিক দলের সভাপতি করা হয়েছে সে বিভিন্ন সময়ে যুবলীগের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছে এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে হুমকি ও লাঞ্ছিত করেছে। আপনার অনুমোদিত কমিটিতে ৬নং ক্রমিকে মোঃ নজরুল ইসলামকে যুগ্ম সম্পাদক পদ প্রদান করেছে, নজরুল ইসলাম মিথুন যুবলীগের কর্মী। এহেনো কর্মকান্ড পরিচালনার জন্য কেন আপনাকে দল থেকে অব্যহতি প্রদান করা হবে না। পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো এবং নবগঠিত ২নং শ্রীফলতলা ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষনা করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button