স্থানীয় সংবাদ

দৌলতপুরে শ্রমিক দল নেতার ইন্তেকাল : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ ৫নং ওয়ার্ড দত্তবাড়ী নিবাসী মরহুম কাদের হাওলাদার পুত্র, ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ খলিল হাওলাদার (৫০) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে পেয়ে তাৎক্ষণিক তার বাড়ীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বুধবার (৪ ডিসেম্বর) বাদ জোহর দৌলতপুর বেবি ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর শ্রমিক দলের সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিনিয়ন যুগ্ম সম্পাদক মো. আজম সারেয়ার, মহানগর জাসাস নেতা ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, নেহিবুল হাসান নেইম, দৌলতপুর থানা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, শ্রমিক দল নেতা আরব আলি সরদার, সাবেক কাউন্সিলর এস এম হুমায়ূন কবির, সেলিম আহসান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন, সাঃ সম্পাদক খন্দকার ইকবাল কবির, জাহিদ হাসান খসরু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, এম এম জসিম, আল-আমিন সরদার রতন, এমএম শফি, মৃদুল, ব্যবসায়ী ইকবাল হোসেন ডলার, মো. পলাশ শেখ, কামরুল ইসলাম এরশাদসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লীবৃন্দ, দৌলতপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, ড্রাইভারবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। জানাজার নামাজ শেষে সরকারি গোয়ালখালী কবরস্থানে মরহুমের দাফন করা সম্পন্ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button