স্থানীয় সংবাদ

প্রয়াত নুর মোহাম্মদ শিকদার ছিলেন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত আপাদমস্তক সামাজিক ও শিক্ষানুরাগী

# রূপসায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল #

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,
প্রয়াত নুর মোহাম্মদ শিকদার ছিলেন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত আপাদমস্তক একজন সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।
তিনি মানুষের কল্যানে নিজের অর্থ খরচ করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। গ্রামের তৃমূল পর্যায়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে নিরলসভাবে কাজ করতেন। তার শ্রম,মেধা,দূরদর্শিতা এবং আর্থিক অনুদানের মাধ্যমে আলাইপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো। তার অবদানে আজ এই গ্রামাঞ্চলে বসেই শিক্ষার্থীরা সুশিক্ষা গ্রহন করছে। পক্ষান্তরে অত্র কলেজে প্রায় ১ শত শিক্ষক কর্মচারী চাকরিরত আছেন। তিনি আরও বলেন, নুর মোহাম্মদ শিকদারের মত সামাজিক মানুষ হিসাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর কলেজ আয়োজিত অত্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত নূর মোহাম্মদ শিকদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আলাইপুর কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু,সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,শেখ আঃ রশিদ,মোল্যা খায়রুল ইসলাম মোল্যা,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি শামীম মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ আবু সাঈদ খান।গভর্নিং বডির সদস্য মোঃ আনোয়ার হোসেন,মোঃ আবুল বাশার ও খান কবির হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সজল,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,জেলা তাঁতিদলের সদস্য সচিব শেখ মাহমুদুল আলম লোটাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির, বাশির মোল্যা,বিএনপি নেতা শেখ আনিসুর রহমান, গোলাম মোস্তফা তুহিন,সাবেক চেয়ারম্যান ইউনুস আলী শিকদার,ঘাটভোগ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু,শ্রীফতলা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আ: মালেক শেখ,টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম বকুল, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম,সাইফুল ইসলাম পাইক,খায়রুল ইসলাম খোকন,ইঞ্জিনিয়ার এসএম আমিনুল ইসলাম,খালিদ লস্কর,স,ম হাসিবুর রহমান,বিএনপি নেতা হাকিম কাজী,নিয়ামত আলী,কামরুল ইসলাম কচি, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার,খান আলিম হাসান,খান মাসুদ হাসান,কামরুজ্জামান নান্টু,মোঃ মিন্টু শেখ,শেখ মারুফ হোসেন,মাহাতাব হোসেন,জহিরুল হক শারাদ, মাঈনুল হাসান,আব্দুল্লাহ শিকদার,দাউদ শেখ,এরশাদ শেখ, কামরুল শিকদার,মাসুম সিদ্দিক,মুরসালিন ইসলাম রনি, সৈয়দ শাহিনুর রহমান,আজিজুল ইসলাম,পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, উত্তর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হোসেন সুজন,সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু,মনিশংকর রায়,নাঈম আহমেদ, আবু দাউদ দানিশ, শেখ ফারুক, রাতুল কাজী প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button