স্থানীয় সংবাদ
নগরীতে গাজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ মাদকমুক্ত নগরী গড়তে খুলনা মেট্রোপলিটন পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিতায় মহানগর গোয়েন্দা পুলিশ ৬ ডিসেম্বর দুপুরে খুলনা সদর থানাধীন গল্লামারী লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তা থেকে মোঃ হাসান আলী মোড়ল (৩৪) নামের মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য আটককৃত আসামীর বিরুদ্ধে চুরি এবং মাদক সংক্রান্ত একাধিক মামলা আছে।