স্থানীয় সংবাদ

‘দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ এর আলোচনায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি ঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা, টিআইবি দুর্নীতি বিরোধী পোস্টার প্রতিযোগিতা ও প্রদর্শনী, র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করে। দুপুর ১২ টা থেকে শহিদ হাদিস পার্কে দুর্নীতি বিরোধী পোস্টার প্রদর্শনী শুরু হয় এবং বিকাল ৩ টায় হাদিস পার্ক থেকে সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী র‌্যালি শুরু হয়ে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়। বিকাল ৪ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম শুরু হয় দিবসের আলোচনা। সনাক-খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক-খুলনা এর সহ সভাপতি রমা রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন খুলনা এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব দীপঙ্কর দাশ। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন টিআইবি’র সিই বিভাগের সমন্বয়ক জনাব কাজী শফিকুর রহমান। তিনি ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ ও তাদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন ‘৫৩ বছর পর তরুণরা বৈষম্যহিন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের দিয়েছে, এর সঠিক ব্যবহার আমরা যদি না করতে পারি তাহলে আগামী ১০৬ বছরের মধ্যে এমন সুযোগ নাও আসতে পারে, সুতারং সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসুন আমারা এটাকে কাজে লাগিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে মনযোগী হই’। অনুষ্ঠানে দিবসের উপর আলচনা করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির, দুদকের জেলা সমন্বিত কার্যালয়, খুলনা এর উপ পরিচালক জনাব আবদুল ওয়াদুদ এবং ইয়েস দলনেতা জয়দ্রত শীল। আলোচনা সাভায় বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার উপর বিশেষ জোর দেন এবং পরিবার থেকে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে হবে বলে মত দেন। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান, বিশেষ করে তরুণদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুস্থানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, সনাক, ইয়েস, এসিজি এবং তরুণদের প্রতিনিধিগণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button