স্থানীয় সংবাদ

কুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন “দেশ মেধাশূণ্য হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূণ্য করার যে ষড়যন্ত্র হয়েছিল ঠিক একইভাবে শিক্ষা ব্যবস্থার সিলেবাসে নেতিবাচক ব্যাপক পরিবর্তনের মাধ্যমে দেশকে মেধাশূণ্য করার গভীর ষড়যন্ত্র আমরা দেখেছি। বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গঠনই ছিল বুদ্ধিজীবীদের মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যও ছিল সেই একই সূত্রে গাঁথা, অর্থাৎ বৈষম্যহীন উন্নত রাষ্ট্র গঠন।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম ও বিভিন্ন অনুষদের ডিনগণ। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঞা, কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক আহসান হাবীব, কর্মচারীদের মধ্যে থেকে মোঃ মেহেদী ইসলাম। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এদিন বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button