স্থানীয় সংবাদ

বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কর প্রদানে উৎসাহী হতে হবে : খুবি উপাচার্য

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, রাষ্ট্রের নাগরিক হলে অবশ্যই কর দিতে হবে। জনগণের করের টাকা দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়। যাদের কর দেওয়ার সামর্থ্য আছে, অনেকেই দিচ্ছে না। কর ফাঁকি দিয়েই অনেকে চলতে চায়। এ সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের কর দিতে হবে, অপরকেও উৎসাহী করতে হবে। তরুণ প্রজন্মের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে কর প্রদানের কোনো বিকল্প নেই। বুধবার দুপুরে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস’ শীর্ষক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও খুলনা জোনের উপ-কর কমিশনার মো. মাহবুবুর রহমান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা জোনের উপ-কর কমিশনার মো. মাহবুবুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ২১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button