দৌলতপুর পাবলায় পুলিশের অভিযান : আটক ৪

স্টাফ রিপোর্টার : দৌলতপুর পাবলা এলাকায় পুলিশের অভিযান।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টায় পাবলা মধ্য কারিকর পাড়ায় দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানের ছেলে শাহাদত হোসেনের বাড়ির একটি কক্ষে জোয়ার আস্তানায় জুয়া খেলারত অবস্থায় নগর টাকা জুয়া খেলার সরঞ্জাম সহ ৪জনকে আটক করে। আসামিরা হলেন দৌলতপুর পাবলা চুন্নুর বটতলা এলাকার আব্দুল কুদ্দুস (৩৭),তবলা মধ্যকারিকর পাড়া এলাকার ফরহাদ শেখ (৩৫),রঞ্জু হোসেন (৩৩) ও কামরান শেখ (২৮) গ্রেফতার করে। ওই সময় তাদের নিকট থেকে নগদ প্রায় বারো হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় জুয়াইনে মামলা অজু করা হয়েছে। মামলা নং ১৩।শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, জুয়া,মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপকর্ম করলে তাদেরকে ছাড় দেয়া হবে না।