দিঘলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের সরদার পাড়া ব্যাডমিন্টন মাঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজিবুল শেখের পুত্র আরমান শেখের (১২) অকাল মৃত্যু হয়েছে। আরমানের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ১০ টায় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ব্রহ্মগাতী গ্রামের সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকার ব্যাডমিন্টন মাঠে খেলা শেষে ডাইরেক্ট লাইনের বোর্ড থেকে বাল্ব খোলার সময় শিশু আরমান শেখ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এলাকাবাসী তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, ঘটনাটা একটা হৃদয় বিদারক ঘটনা। অসাবধানতার অভাবে শিশুটির অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।