বাগেরহাটে যৌন পাচারের শিকার শিশুদের সু-রক্ষায় মত বিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি ঃ যৌন পাচারের শিকার শিশুদের সু-রক্ষা বৃদ্ধিকরণে সংবাদ কর্মীদের ভূমিকা বিষয়ে বাগেরহাটে বেসরকারী সংগঠন শাপলা মহিলা সংস্থার আয়োজনে এক মতবিনিময় সভা করা হয়েছে। বাগেরহাট জেলা শহরের মিঠাপুকুর পাড় এলাকায় দৈনিক প্রবাহ পত্রিকার জেলা প্রতিনিধির কার্য্যলয়ে রবিবার সন্ধ্যায় সংবাদ কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার নিহার চক্রবর্ত্তি প্রকল্পের কর্ম এলাকা ও কর্ম পরিকল্পনা বিষয়ে ধারনা বক্তব্যে বলেন, দাতা সংস্থা দি ফ্রিডম ফান্ড ও ইউএসএআইডির অর্থায়নে শাপলা মহিলা সংস্থা বাগেরহাটের পতিতা পল্লী ও মোংলা বন্দর কেন্দ্রীক খুলনা দাকোপের বানিয়াশান্তা পতিতা পল্লীর শিশুদের সু-রক্ষায় কাজ করছেন। এসব পতিতালয়ের শিশুদের পাচার রোধে তাদের জন্ম সনদ, বিধবা ও বয়স্কদের সরকারী ভাতা প্রদানে সার্বিক সহযোগিতা করাই প্রকল্পের মূল কাজ। সেবামূলক এসব কাজ করতে গিয়ে কোন প্রতিবন্ধকতার সৃষ্টি হলে সংবাদকর্মীদের সরাসরি সহযোগিতা চেয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতা করা ও করণীয় পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বাগেরহাট জেলা প্রতিনিধি আহসানুল করিম, যায়যায় দিনের ইশরাত জাহান, যমুনা টেলিভিশনের ইয়ামিন আলী, সকালের সময়ের মোঃ আরিফুর রহমান এবং দৈনিক সংবাদ ও প্রবাহ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজাদুল হক।


