স্থানীয় সংবাদ

কুয়েট মেইনগেট সংলগ্ন ইকরা এন্টার প্রাইজের সার্টারের তালা কেটে নগদ টাকাসহ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার মালামাল চুরি

# গিলাতলা মাসব্যাপি বাণিজ্য ও আনন্দ মেলার উদ্বোধনী রাতে #
# সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় জ্যাগ ট্রাক নিয়ে আসা ছয় সদস্যের চোর মাত্র ১৫ মিনিটে কাজ সম্পন্ন করে

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ গিলাতলা ক্যান্টনমেন্ট সংলগ্ন মাসব্যাপি মিনি বাণিজ্য ও আনন্দ মেলার উদ্বোধনী দিনের রাতেই দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। কুয়েট মেইনগেট সংলগ্ন ইজিবাইক ও ভ্যানের যন্ত্রাংশ বিক্রয়ের ইকরা এন্টার প্রাইজের শার্টারের তালা কেটে এ চুরি সংগঠনিত হয়। তিন টনের জ্যাক ট্রাক যোগে আসা ছয় সদস্যের চোর মাত্র ১৫ মিনিটের মধ্যে দোকানের ক্যাশে থাকা নগদ ৫৫ হাজার টাকা, ভ্যান ও ইজিবাইকের ব্যাটারি, বিয়ারিংসহ বিভিন্ন প্রকার মালামালসহ প্রায় সাড়ে ১১লক্ষ টাকার মালামাল নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মঙ্গলবার ভোর ৫টা ১৪মিনিটে একটি ৩টনের জ্যাক কভর্ট ট্রাক দোকানের ঠিক সামনে এসে দাড়ায়। গাড়ী থেকে প্রথমে এক ব্যক্তি নেমে দোকানের সার্টারের তালা দেখে গাড়ীর মধ্যে থেকে তালা কাটার উন্নতমানের যন্ত্র নিয়ে আসে। কিছু সময় পর গাড়ী থেকে আরো ৫জন নেমে দোকানের ৫টি ্আধুনিক উন্নতমানের তালা কেটে ভিতরে প্রবেশ করছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভোর ৫টা ২৯ মিনিটে চোরচক্র মিশন শেষ করে গাড়ী নিয়ে স্থান ত্যাগ করছে। ইকরা এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম বলেন, ফুলবাড়িগেট কুয়েটমেইন গেটের সামনে আমার ইকরা এন্টার প্রাইজ নামের ভ্যান গাড়ি/ইজিবাইকের যন্ত্রাংশ বিক্রয়ের দোকানে ২৪ ডিসেম্বর আনুমানিক ভোর ৫ টা ১৪ মিনিটের সময় দোকানের ৫টি অত্যাধুনিক তালা কেটে ছয় সদস্যের চোর ভিতরে প্রবেশে করে। মাত্র ১৫/১৬ মিনিটের মধ্যে আমার দোকানের ক্যাশে থাকা নগদ আনুমানিক ৫৫œ হাজার টাকা, নতুন ১২ সেট ব্যাটারি যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা, পুরাতন ৭ সেট ব্যাটারী যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা, ভ্যানের টায়ার ৩৫০ পিচ, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা, ভ্যানের/ইজিবাইকের মটর ৬ সেট যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা, বিয়ারিং ৫ কাটুন যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা এবং খুচরা মালামাল যার আনুমানিক মূল্যে ৩ লক্ষ টাকার মালামালসহ প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যারেরার ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ বলছে সিসি ক্যারেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির সাথে জড়িতদের সনাক্তে কাজ শুরু করা হয়েছে। এ ব্যাপারে দোকানের মালিক তরিকুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে। অপরদিকে, কুয়েট রোডের ইজিবাইক চালক মো, তারেকুল ইসলাম তারেকের ইজিবাইকের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোর। গতকাল রাতের যেকোনো সময় তার বাসা থেকে ইজি বাইকের ব্যাটারি খুলে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button