খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি ইউমেন্স কলেজের বেতন বইয়ে এখনো মুজিব শতবর্ষের লোগো

স্টাফ রিপোটার ঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি ইউমেন্স কলেজের বেতন আদায়ের রশিদে মুজিব শতবর্ষের লোগো এবং শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান লেখা বই দিয়ে শিক্ষার্থীদের বেতন আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সরকারের লোগো ও স্লোগান সংবলিত কার্যক্রম সমালোচনার জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি ইউমেন্স কলেজের বেতন আদায়ের জন্য যে রশিদ বই রয়েছে, সেখানে ছাত্রজনতার আন্দোলনে পতন হওয়া হাসিনা সরকারের মুজিব শতবর্ষ পালনের লোগো দেখা যাচ্ছে। এছাড়া বইয়ের মাঝ বরাবর শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এমন একটি স্লোগান লেখা রয়েছে বইটিতে। কলেজের প্রশাসনিক শাখায় গিয়ে দেখা যায়, অনেকগুলো বেতন আদায়ের ওই রশিদ বইয়ে শিক্ষার্থীদের বেতন জমা নেয়া হচ্ছে। তবে সমালোচনার মুখে লেখাটি কালো কালি দিয়ে মুছে দিয়ে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার বলেন, বেতন আদায়ের রশিদগুলো আগের। ইতিমধ্যে নতুন বেতন রশিদ বই ছাপাতে দেয়া হয়েছে, প্রেস থেকে এখনো হাতে পাইনি। তাৎক্ষণিক কাজ চালাতে পুরানো বইয়ের মুজিব শতবর্ষের লোগো এবং শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ লেখাগুলো ঢেকে দেয়া হয়েছে। নতুন রশিদ বই আসলে শিক্ষার্থীদের দেয়া বইগুলো ফেরত নিয়ে নতুন বেতন রশিদ বই দেয়া হবে।