ইর্ষ্টানগেটে বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষে মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ঃ কাউন্সিলরদের গোপনভোটে খানজাহান আলী থানা,আটরা গিলাতলা ইউনিয়ন,যোগিপোল ইউনিয়ন ও কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দদের আগামি ২৭ ডিসেম্ভর শুক্রবার ইর্ষ্টানগেট বালুরমাঠে সংবর্ধনা প্রদান করবে আটরা গিলাতলা ইউনিয়নের ১ ও ২নং ওর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্য়ার্ড বিএনপি । উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষে গতকাল সন্ধায় ইর্ষ্টানগেট থেকে এক মিছিল বের হয়ে পথের বাজারে সংক্ষিপ্ত পথসভর াধ্যমে শেষ হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সভাপতিত্বে ক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আনোয়ার হোসেন, নজরুল সরদার, জাকারিয়া মাহমুদ পিটো, মন্তাজ গাজী , বাবু শেখ, সাইফুল্লাহ তারেক, মোসলেম উদ্দিন, আজাদ বিশ্বাস, ইউনুস মোল্লা, আশরাফ গাজী , ইব্রাহিম গাজী, মোল্লা আলম, রানা ,গোলাম সারোয়ার, ফজলুর রহমান সরদার, মিন্টু সদ্দার, মিন্টু ,সাহেব আহসান হাবীব, মকবুল সরদার হাদিউজ্জামান, ছাত্রদল নেতা ইলিয়াছ সরদার , জিএম মঞ্জুরুল ইমাম প্রমুখ।