স্থানীয় সংবাদ

আসামী ইয়াসিনের স্বীকারোক্তীতে হত্যার আলামত উদ্ধার

# দৌলতপুরে রিক্সা চালক তাসিন হত্যাকা- @

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর দৌলতপুর এলাকার রিক্সা চালক মো. তাসিনুর রহমান তাসিন হত্যাকান্ডে আটক আসামী তামিম (১৯), বৃহস্পতিবার মহানগর মেট্রো পলিটন আদালত-৪’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সম্মুখে ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করে। একই দিনের পুলিশের হাতে আটক হওয়া অপর আসামী ইয়াসিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। ওই আসামীর রিমান্ড মঞ্জুরের পরিপ্রক্ষিতে তাকে পুলিশি হেফাজতে নিয়ে হত্যার ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামী ইয়াসিন রিক্সা চালক তাসিনকে যে গামছা দ্বারা গলায় ফাঁস দিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করে ওই গামছা (আলামত হিসাবে) শুক্রবার দুপুরে মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লী তীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের হাবিবুর রহমানের পতিত বাগানের পশ্চিম পাশে জহুর মাষ্টারের পুকুর পাড়ের বাঁশঝাড়ের নীচে হতে উদ্ধার করে পুলিশ। রিমান্ড শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই বদিউর রহমান। এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মহানগর মেট্রো পলিটন আদালত-৪’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেড আসামী ইয়াসিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আসামীর রিমান্ড মঞ্জুরের পরিপ্রক্ষিতে তাকে পুলিশি হেফাজতে নিয়ে হত্যার ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ইয়াসিন রিক্সা চালক তাসিনকে যে গামছা দ্বারা গলায় ফাঁস দিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করে ওই গামছা (আলামত) শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। রিমান্ড শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থানের পূর্বপাশে ঝোঁপঝাড়ের মধ্যে হতে দৌলতপুর এলাকা থেকে মো. তাসিনুর রহমান (১৫) নামের এক রিক্সা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রিক্সা চালক দৌলতপুর থানাধীন শিকারীর মোড় এলাকার বাসিন্দা জনৈক মিজান জমাদ্দারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। একই দিনে দুপুর আনুমানিক বেলা ১১টার দিকে পুলিশ মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লী তীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের পতিত একটি জমি হতে ছিনতাই হওয়া ব্যাটারি চালিত রিক্সাটি (বৌ রিক্সা) উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের মা হনুফা বেগম অজ্ঞাত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে নগরীর হরিণটানা থানাধীন নতুন জেলখানা এলাকা হতে এবং দৌলতপুর থানাধীন রেলিগেট রেললাইনের উপর হতে রেলিগেট পেট্রোল পাম্পের পিছনের এলাকার বাসিন্দা মো. শিমুলের পুত্র ইয়াসিন (২০) ও মানিকতলা এলাকার বাসিন্দা মো. রমজান গাজীর পুত্র তামিম (১৯) কে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামী তামিম মহানগর মেট্রো পলিটন আদালত-৪’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেডের সম্মুখে ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছে। স্বাকারোক্তীতে আসামী তামিম জানিয়েছে ইয়াসিনসহ আরো কয়েকজন এই হত্যাকান্ডে জড়িত। অপরদিকে আসামী ইয়াসিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। রিমান্ড শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button