খুলনার হার্ডবোর্ড মিল চালুর দাবিতে মানববন্ধনে বক্তারা

# অবিলম্বে মিল চালু না করলে কঠোর আন্দোলন #
স্টাফ রিপোর্টার ঃ বন্ধ ঘোষিত খুলনার হার্ডবোর্ড মিল সরকারি ব্যবস্থাপনায় পূণরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে মিলের শ্রমিকরা। শনিবার বেলা ১১টায় খালিশপুর হার্ডবোর্ড মিল গেটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হার্ডবোর্ড মিলস বাঁচাও সংগ্রাম পরিষদ এ কর্মসূচীর আয়োজক। সংগ্রাম পরিষদের আহবায়ক আরিফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে সদস্য সচিব জহিরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, শ্রমিকদল আঞ্চলিক কমিটির আহবায়ক দ্বীন মোহাম্মদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সাঃ সম্পাদক জনার্দন দত্ত নান্টু, কৃষি শিল্প পাট ও পরিবেশ রক্ষা কমিটি খুলনার সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, খালিশপুর থানা জামায়াতের ইসলামীর সাঃ সম্পাদক আঃ আউয়াল, সিপিবি নেতা এস এ রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক খান, সাবেক কাউন্সিলর এইচ এম সালেক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, নুর ইসলাম, আলী আহমেদ, আবুল কাশেম, নান্টু হাওলাদার, মিজান মিয়া, আলমসহ শতাধীক নাগরিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা অবিলম্বে সরকারিভাবে হার্ডবোর্ড মিলটি চালুর জার দাবি জানান। বক্তারা বলেন, মিল বন্ধ থাকায় শ্রমিকরা অনেক কস্টে জীবন যাপন করছে। কেউ জীবন বাঁচানোর তাগিদে অন্য পেশা বেছে নিয়েছে। অবিলম্বে মিল চালু না করলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চরণ করেন। উল্লেখ্য, ২০১৪ সালে সরকার মিলটি বন্ধ ঘোষণা করে। ওই সময় মিলে শ্রমিক ছিল সাড়ে তিনশত।