খুসাসের কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠন

# সভাপতি জিনারুল এবং সাধারণ সম্পাদক আজাদ #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ গঠনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও খুসাস প্রতিষ্ঠাতা কবি স ম হাফিজুল ইসলাম মোঃ জিনারুল ইসলামকে সভাপতি ও আজাদুল হক আজাদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। পরিষদের অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি সৈয়দ আলী হাকিম, সহসভাপতি শাহনাজ বেগম, কামরুল হাসান মৃধা, সহসাধারণ সম্পাদক কাওসারী জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মনির, কোষাধ্যক্ষ গোলাম রসুল খোকন, দপ্তর সম্পাদক এম এম হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা রবিউল, সাংস্কৃতিক সম্পাদক ডা. শরিফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক সুলতানা আক্তার সেতু, পাঠাগার সম্পাদক এম এম নজরুল ইসলাম, নির্বাহী সদস্য এ জি রানা, সাঈদা পারভীন, শিরিন আফরোজ রানী, অধ্যাপক হুমায়ুন কবির, দিলরুবা ইয়াসমিন কলি। অত্র পরিষদ আগামী ২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবে। এ সময়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ আবু আসলাম বাবু এবং খুসাস-এর প্রধান উপদেষ্টা শেখ মনিরুজ্জামান লাভলুসহ খুসসা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।



