রূপসায় ১১ কেজি গাঁজা সহ ২জন গ্রেফতার

রূপসা প্রতিনিধি ঃ খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ কাজল (২৯), খুলনা জেলা ও মোঃ আবুল হোসেন (৪২), মাদারীপুর জেলার বাসিন্দা। গতকাল ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর আনুমানিক সকাল ৭ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীননস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রূপসা থানায় হস্তান্তর করাহ য়েছে।