খুলনা মহানগর থাই গ্লাস ফেব্রীকেটস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

# আহবায়ক মাহাতাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব শ্রী আনন্দ মন্ডল #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর থাই গ্লাস ফেব্রীকেটস শ্রমিক ইউনিয়ন রেজি নং ২০৩৫ এর সাধারন সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় জিয়া হল চত্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাহাতাব উদ্দিন হাওলাদার। সভায় বিগত প্রায় ১০ বছর যাবত এই ইউনিয়নের কার্য্যক্রম স্থবির হয়ে পরায় আগামি নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা নতুন সদস্য ভর্তিসহ আগামি সকল কার্য্যক্রম দ্রুত পূর্নাঙ্গ ভোটার সহ নতুন করে নির্বাচনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় প্রায় শতাধিক সদস্য উপস্থিত নতুন করে সংগঠন এর গতি ফিরিয়ে আনতে শ্রমিক ইউনিয়নের গতি আরও ত্বরান্বিত করতে বর্তমান আহ্বায়ক কমিটিতে মাহাতাব উদ্দিন হাওলাদারকে আহ্বায়ক, মোঃ রবিউল ইসলাম (রবি) যুগ্ম আহবায়ক, মাকছুদুল্লাহ আকন যুগ্ম আহব্বায়ক, মোঃ মামুন হাওলাদার যুগ্ম আহ্বায়ক ও শ্রী আনন্দ মন্ডল কে সদস্য সচিব করে তালিকা কমিটি প্রকাশ করা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন, সুলতানা মল্লিক, জামাল হাওলাদার, লুতফুর রহমান, আবু হানিফ, সাইদুল, বেল্লাল শিকদার, মিরাজ ঢালী, আবু তালেব, সাদ্দাম হাওলাদার, রনি হাওলাদার, রিয়াজুর ইসলাম, আজিজুল কাশেম, নাছিম, আকবার, সবুজ, হানিফ, রতন, আলভীর, সজল, সাইফুল, সালাম, মুছা, সেলিম, সোহাগসহ আরও অনেক সভায় নতুন কমিটি কন্ঠ ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত হয়। বর্তমান কমিটি আগামি নির্বাচন পর্যন্ত বহাল থাকবে।