স্থানীয় সংবাদ

যশোর হাইকোর্ট মোড়ে শ্রমিক অধিকার পরিষদের দলীয় কার্যালয়টি ভাংচুর

যশোর ব্যুরো ঃ যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে শ্রমিক অধিকার পরিষদের দলীয় কার্যালয়টি ভাংচুর হয়েছে। গত শনিবার ২৮ ডিসেম্বর রাতে একদল দুষ্কৃতিকারী ওই দলীয় কার্যালয়টি ভাংচুর করেছে। এই ঘটনার প্রতিবাদে দলীয় লোকজন বিকেলে বিক্ষোভ মিছিল করেছে।
যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ এই ঘটনায় থানায় একটি জিডি করেছেন। ডিডিকে তিনি যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শপাড়ার বোরহান উদ্দিন শেখ (২৮) এবং রোকনুজ্জামান (৩৫) ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের কথা উল্লেখ করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ থানায় জিডিতে আরো উল্লেখ করেন,শেখহাটি হাইকোর্ট মোড়ে তাদের দলীয় কার্যালয় স্থাপন করে তারা দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। ওই দুইজন তাদের নানা ভাবে হুমকি দিয়ে আসছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে তারা একত্রিত হয়ে তাদের দলীয় কার্যালয়টি ভাংচুর করে ৩৫ হাজার টাকার ক্ষতি করে। রোববার ২৯ ডিসেম্বর সকালে তিনি জানতে পারে দলীয় লোকজন নিয়ে সেখানে যান এবং ভাংচুর দেখতে পান। পরে পুলিশে সংবাদ দিলে কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সেখানে গিয়ে পরিদর্শন করেন।
এই ঘটনার প্রতিবাদে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে বিকেলে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শেখহাটি হাইকোর্ট মোড় থেকে মিছিলটি বের হয়ে দড়াটানায় শেষ হয়। এ সময় তারা ভাংচুরকারীদের আটক ও শাস্তির দাবি জানান। কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, দলীয় কার্যালয় ভাংচুরের সংবাদ পেয়ে তিনি সকালে সেখানে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে ওই এলাকার একটি সূত্র জানিয়েছে, যে স্থানে শ্রমিক অধিকার পরিষদের অফিস নির্মাণ করা হয়েছিল সেখানে আগে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির অফিস ছিলো। গত ৫ আগস্টের পর ওই দলীয় কার্যালয়টি বন্ধ থাকায় শ্রমিক অধিকার পরিষদ সেখানে তাদের দলীয় কার্যালয়ে নির্মাণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button