স্থানীয় সংবাদ

খুলনা বিভাগীয় নৌ পরিবহন মালিক গ্রুপের শেখ পরিবারের স্বঘোষিত কমিটি ভেঙ্গে দিয়ে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ঃ ৫ আগস্ট স্বৈরশাসক আওয়ামী সরকারের পতনের পর ১৫ বছর ধরে শেখ পরিবারের দখলে থাকা খুলনা বিভাগীয় নৌ পরিবহন মালিক গ্রুপে শেখ পরিবারের স্বঘোষিত কমিটি ভেঙ্গে দিয়ে ৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির দায়িত্ব থাকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার। কিন্তু নির্বাচন তফসিল ঘোষণা সাথে সাথে আহবায়ক কমিটির আহবায়ক পদত্যাগ করেন। যেখানে আহবায়ক কমিটির আহবায়কই পদত্যাগ করে বা থাকে না সেই কমিটির কতটুকু অস্তিত্ব থাকে। নৌ পরিবহণ ব্যবসার সাথে একক কোন দলের লোক জড়িত নেই। এখানে সর্ব দলের লোক জড়িত আছে। বাণিজ্যিক সংগঠন খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ২০০৯ সাল থেকে শেখ পরিবারের নিয়ন্ত্রণে ছিল এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে তখনো এই ব্যবসায় সর্ব দলের লোক জড়িত ছিল এবং এখনো সর্ব দলের লোক জড়িত আছে। তাইতো কমিটিতে থাকলে সবাই আওয়ামীলীগ হয়ে যায় না। তখনকার কমিটিতে এস, এম আকবর হোসেন, এস,এম, রফিকুল ইসলাম, কাজী গোলাম ফারুক, সনজিব দাস এর নাম থাকলেও তারা আওয়ামীলীগ দলের সাথে সম্পৃক্ত ছিল না। তাদের নামে কোন দুর্নীতির অভিযোগ নেই। এম,এম আজাহার আলী মালিক গ্রুপে দীর্ঘদিন যাবৎ সচিব হিসেবে কাজ করেছেন। তিনি একজন কর্মধ্যক্ষ ব্যক্তি। তিনি কখনোই আওয়ামীলীগের সাথে যুক্ত ছিলেন না। তিনি সচিব থাকাকালে যেদলের লোক নৌ পরিবহন মালিক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন, বাধ্য হয়ে তার নির্দেশমত কাজ করতে হয়েছে এবং তার সাথে সুসম্পর্ক রাখতে হয়েছে। তাই বলে তিনি তো আওয়ামীলীগ হয়ে যাননি। তার নামে দুর্নীতির কোন অভিযোগ নেই। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল, আওয়ামীলীগের দোসর হয়ে তাদের নামে কুৎসা রটনা করছে। তারা খুলনার নৌ সেক্টরে ধ্বংস করতে চায়। সাধারন সদস্যরা কুৎসা রটনাকারীদের অশুভ উদ্দেশ্য সফল করতে দেবে না। কুচক্রিমহলের এহেন অপপ্রচারে সাধারণ সদস্যরা গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button