রূপসাকে ১৩-০ গেলে হারিয়ে বিজয়ী কয়রা

# প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৪
স্টাফ রিপোটার : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম পর্বের ক গ্রুপের খেলায় কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩-০ গোলে রুপসা উপজেলার মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালকে পরাজিত করেছে। সেমবার সকাল সাড়ে নয়টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার মাঠে বালক ক-গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কয়রা উপজেলা বালক দল ৬-০ গোলে এগিয়ে থাকে। বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধে আরো ৭ গোল করে বিজয় নিশ্চিত করে কয়রা বালক দল। কয়রার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় সিয়াম ও সাকিবুল যথাক্রমে ৩ টি করে গোল করে। এদিকে দিনের অপর খেলায় (বালিকা) কয়রার বেদকাশি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রুপসার আনন্দনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে। কয়রার হয়ে গোল করেন ইতি অধিকারি, মুক্তা কয়াল ও যুথি বর্মন। দ্বিতীয় পর্বের খেলা একই ভেন্যুতে বুধবার ১ জানুয়ারী ২০২৫ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।