পুরাতন বছরকে বিদায়ী জানিয়ে নতুন বছরের পরিকল্পনায় নানা আয়োজন যশোরের মানুষের

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ গত বছর মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকাল গড়িয়ে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পুরো ২০২৪ সালের সূর্র্যকে বিদায়ী জানানো হয়েছে। সন্ধা গড়িয়ে গভীর রাত ১২ টা ঘড়ির মিনিটের কাটা অতিক্রম করার পূর্বে যশোর শহরসহ বিভিন্ন এলাকায় ইংরেজী নতুন বছর ২০২৫ সালকে স্বাগতম জানানোর জন্য নানা ভুড়ি ভোজসহ বিভিন্ন আয়োজন করার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও বন্ধু সংগঠনগুলো নতুন বছরে নতুন শপত প্রস্তুত করেছে। অনেক সংগঠনের নেতৃবৃন্দ নতুন বছরে নতুন পরিকল্পনা হাতে নেয়। অনেকে ২০২৪ সালে শেষ খারাপ কাজটি করে ইতি টানে। অনেকে ভাল কাজের মধ্যে দিয়ে আগামী বছর গুলো পার করার পরিকল্পনা আটে। অনেকে জুয়ার দিক থেকে শেষ খেলার শপত নেয়। অনেকে অপরাধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মনস্থির করে এমন খবর শোনা গেছে। নতুন বছর থেকে রাজনীতি থেকে সরে দাঁড়ানো,খারাপ কাজ থেকে বিরত,ভাল কাজে নিজেকে জড়ানো,দাঙ্গা ফ্যাসাত থেকে নিজেকে সরানো, ভাল কাজে নিজেকে নিয়োজিত, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের শপত গ্রহন,চিরতরে ধুমপান থেকে মুক্তি, ভাল লেখাপড়া করার শপত,স্কুল কলেজ গুলোতে নিয়মিত পাঠদানে নিজেকে মনোনিবেস, মিথ্যা বলা থেকে বিরতসহ সমাজ জগতে অন্যায়ের বির”দ্ধে র”খে দাঁড়ানোসহ বহুবিদ কর্মকান্ড করার পরিকল্পনা গ্রহন করার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে আরো জানাগেছে, গত বছরের শেষ সময় যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহামুদুল হাসান,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হার”ন অর রশীদ বিদায়ী,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক মোছাঃ ফেরদৌসী খাতুন অবসর গ্রহন। অনেকে আওয়ামীলীগ সংগঠন থেকে ভোল পাল্টে জাতীয়তাবাদী দলে নিজের গা ভাসানোর চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। গত বছরের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার প্রধান বিদায় নেওয়ার পর যশোরে পুলিশের কার্যক্রমে ভাটা পড়ে। যশোর শহরের ট্রাফিক ব্যবস্থা নাজুক হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে ট্রাফিক ব্যবস্থা চালু করা ছিল উল্লেখযোগ্য ঘটনা। গত বছরের ৫ আগষ্টের দুপুরের পর যশোর শহরের চিত্রা মোড়ে আর্ন্তজাতিক মানের আবাসিক হোটেল জাবের অগ্নিকান্ডে কয়েকশ’ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে। ৪ আগষ্ট জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় শহরের লাল দিঘীর পশ্চিম পাড়ে হামলা,ভাংচুর,লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। তাছাড়া,শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে নাথ কম্পিউটার দোকান লুটপাটসহ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটতরাজে ঘটনা
ঘটেছে। নিত্যপন্যর বাজার উর্ধ্বগতি। সকল নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম আকাশ ছোয়া। ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সব খাদ্যপন্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী। সব মিলিয়ে গত বছর ২০২৪ সালের শেষ কয়েক মাস মানুষের জীবনযাত্রার মান ছিল বড় নাজুক। এক বেলা খেলেও বাকী কয়েক বেলা অনাহারে থাকতে হয়েছে এমন খবর পাওয়া গেছে। তারপরও আজ ইংরেজী বছরের শুর”র দিন যাতে সকলের জীবনে বয়ে আনুক শান্তি। সকল দুঃখ দুর্দশা ঘুচিয়ে নতুন বছর হয়ে উঠুক সবার জীবনে অনাবিল আনন্দ ও স্বস্তি এই কামনায় করে অনেকে নামাজ রোজাসহ বিভিন্ন ধর্মীয় কাজে নিয়োজিত রেখেছেন বলে খবর পাওয়া গেছে। এরপরও গত বছরের অনেক ঘটনা ছিল দুঃখ জনক ও অনেক ঘটনা ছিল হৃদয় বিদারক। অনেকে নিঃস্ব আবার অনেকে ধনী বনে গেছেন। অনেকের ভাগ্য খুলেছে আবার অনেকে পথের ফকির হয়েছেন এমন কথা শোনা গেছে অনেকের কাছ থেকে।