স্থানীয় সংবাদ

খুলনার সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম ও তার সহযোগী রিয়াজুলের কাছ থেকে অস্ত্র ও গোলাবাররুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম (২৮) ও তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদা মিয়া (৩৫)কে কেএমপি’র গোয়েন্দা বিভাগে একটি টিম ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (১ জানুয়ারি) তাদেরকে গ্রেফতার করেছেন। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে ডিবি পুলিশের একটি টিম নগরীর দক্ষিনটুটপাড়া ও পূর্ব বানিয়াখামার পৃথক অভিযান চালিয়ে
১ টি বিদেশী একনলা ১২ বোর এর কাটা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ এবং ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কেএমপি’র সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
প্রেসব্রিফিংয়ে উল্লেখ করা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম ১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর ত্রাস, সন্ত্রাসীদের গডফাদার শানু মহরীর ছেলে নুর আজিম এবং তার সহযোগী সন্ত্রাসী বাবুল মাতুব্বরের ছেলে রিয়াজুল ইসলাম দাদা মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে উল্লিখিত অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নুর আজিম মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন শীর্ষ সন্ত্রাসীর গডফাদার। তার বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের ১১ টি মামলা রয়েছে। অপর শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগে বুধবার ( ১লা জানুয়ারি) ঢাকায় অভিযানে খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ ৫ জনকে আটক করেছিলেন খুলনার গোয়েন্দা পুলিশের ওসি মো: তৈমুর ইসলাম এর নেতৃত্বে একটি টিম। আটকরা হলো ফয়সাল আহমেদ দ্বিপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো: কামরুজ্জামান নাঈম (২৫) ও মো: রানা তালুকদার (২৯)। এদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button