স্থানীয় সংবাদ
নগরীতে গাজা ও মদসহ দু’ মাদক কারবারীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১১ জানুয়ারি দুপুরে স্বরণীস্থ হোল্ডিং নং-১৭/৭ আতিক স্টোরের মোঃ আকাশ কায়েস (৩০) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেচে। তাকে ৪০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১১ জানুয়ারি বিকালে গল্লামারী মোড় থেকে মোঃ সুমন হোসেন ওরফে রহমত (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তাকে ৪ লিটার মদসহ হাতেনাতে আটক করেছে।