দিঘলিয়ায় তারুণ্যের উৎসবের ফুটবল প্রতিযোগিতায় দিঘলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

দিঘলিয়া প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১১,১২ ও ১৩ জানুয়ারি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার সমাপনী দিনে দিঘলিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার সমাপনী দিনে আড়ংঘাটা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলিয়া ইউনিয়ন একাদশ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাটি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আড়ংঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারুণ্যের উৎসব উপলক্ষে ৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হয়েছেন আড়ংঘাটা একাদশের গোলকিপার সাহেদ। শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নাঈম খান। ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের জিদান। খেলার প্রথম দিন থেকে ধারাভাষ্যকার ছিলেন মাস্টার মেহেদী হাসান। পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, ওসি তদন্ত টোকনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার। বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুন সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ রাতুল হোসেন প্রমুখ। এলাকার একঝাক তরুন-তরুনী শিক্ষার্থী ও এলাকার খেলা প্রেমী দর্শকদের মহামিলন মেলায় পরিনত হয় গোটা মাঠ জুড়ে। খেলা শেষে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।