শুল্ক -ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় মুক্তি কাউন্সিল, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এম,হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সুভাষ সাহা, বরকত আলী, আবদুল মালেক এবং হংস শুভ্র হালদার এক যৌথ বিবৃতিতে, নির্বাহী আদেশে শতপণ্যে শুল্ক -ভ্যাট বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন উচ্চ মূল্যস্ফিতী এবং , চাল,আটা,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনজীবন যখন বিপর্যস্ত সেই সময় নতুন করে কর বৃদ্ধি জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে সাধারণ মানুষের জীবন আরও দূর্বিষহ হয়ে পড়বে। সামরাজ্যবাদী অর্থ সংস্থা আইএমএফের কঠিন শর্ত মেনে অন্তবর্তি সরকার এই গনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফিতীর চাপে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গিয়ে হিমশিম খাচ্ছে। সরকার যখন শুল্ক ছাড় দেয়, তখন ভোক্তা সে সুফল পায়না। এর ফল ভোগকরে ব্যবসায়ীচক্র। অন্যদিকে ভোক্তা ভ্যাট-ট্যাক্স দিলেও ব্যবসায়ী এবং করকর্মকর্তারা মিলে তা লুটে নেন। নেতৃবৃন্দ সরকারের এই গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোরদাবী জানান এবং টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করা ও সারাদেশে পূর্ণ রেশনিং ব্যাবস্থা চালু করার দাবি জানান।