স্থানীয় সংবাদ
ফুলতলায় উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ “শীতার্তদের পাশে আমরা আছি, আপনারও এগিয়ে আসুন” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রেসক্লাব ফুলতলার আয়োজনে সোমবার বিকাল ৪টায় ইউএনওর সভা কক্ষে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা প্রেসক্লাব সভঅপতি শামসুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাসনীম জাহান। সেক্রটারী মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীন আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি নূর মাসুম, সহ-সেক্রেটারী শেখ ওসমান কবির, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান প্রমুখ। এ সময় আল হেরা আদর্শ মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের জন্য কম্বল ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।