স্থানীয় সংবাদ

যশোরে কুয়েত প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট : মামলা

যশোর ব্যুরো ঃ যশোর সদরের ইসলামপুর গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই কর্তৃক বাড়িঘরে হামলা ভাংচুর ও সোনার গহনা এবং টাকা লুটের ঘটনায় তিন ভাইয়ের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার ইসলামপুর গ্রামে মৃত গাজী আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হান্নান এ মামলা করেন।
আসামিরা হচ্ছে, একই গ্রামের মৃত গাজী আব্দুস সামাদের গাজী ফজলু , গাজী মজনু এবং গাজী শাহজাহান। এদের মধ্যে রোববার দিবাগত গভীর রাতে পুলিশ গাজী মজনুকে তার বাড়ি হতে আটক করেছে।
মামলায় আব্দুল হান্নান উল্লেখ করেন, তিনি কুয়েত প্রবাসি। গত ৬ নভেম্বর তিনি দেশে ফেরেন। আসামিরা তার চাচাতো ভাই। তাদের সাথে তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৯ ডিসেম্বর বিকেলে তিনি চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির পশ্চিমপাশের টিনের প্রাচীর ভেঙ্গে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছে। তিনি জিজ্ঞাসা করলে আসামিদের কথা বলে। পরে তিনি কাজ করে করে প্রাচীর ঠিক করছিলেন। সে সময় আসামিরা লোহার রড, ধারালো অস্ত্র, বাঁশের লাঠি নিয়ে তার বাড়িতে ঢোকে। এবং বাড়ির দরজা, জানাল ও গ্লাস ভাংচুর করে ৬ লাখ টাকা ক্ষতি করে। আব্দুল হান্নানকে মারতে গেলে তিনি দৌড়ে ঘরের মধ্যে যান এবং তার দুই মেয়েসহ একটি ঘরে লুকিয়ে থাকেন। হামলা কারীরা ঘরে থাকা শোকেজ ভেঙ্গে নগদ দেড় লাখ টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানান এবং থানায় অভিযোগ দেন। এই ঘটনায় রোববার ১২ জানুয়ারী বিকালে থানায় মামলা রেকর্ড হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button