স্থানীয় সংবাদ

আ’লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে অভয়নগরে লিফলেট বিতরণের ছবি প্রকাশ

# চটেছেন বিএনপি নেতাকর্মীরা #

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে অভয়নগরে লিফলেট বিতরণের একটি ছবি প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে এ ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যা একটি ঘরের মধ্যে লিফলেট বিতরণ করছেন। ক্যাপশনে লেখা হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে যশোর জেলা অভয়নগর উপজেলায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে লিফলেট বিতরণ। বিএনপির শত বাঁধার মুখেও আওয়ামী লীগ কর্মীরা তাদের কর্মসূচি সফলে কাজ করে যাচ্ছেন। এদিকে এ পোষ্ট প্রকাশিক হওয়ার পর থেকে অভয়নগর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। মেহেদী হাসান নামের একজন শেয়ার করে লিখেছেন বিএনপি নেতারা ঘুমিয়ে থাকুন, আর জামায়াত তো পুনঃবাসনের দায়িত্ব নিয়ে ফেলেছে। রবিউল নামের অপর একজন লিখেছেন অভয়নগরের বিএনপি নেতাদের নিষ্ক্রিয়তায় মাথাচাড়া দিচ্ছে স্বৈরাচারের প্রেত্মারা। সাকিব নামের একজন লিখেছেন গণধোলাই ফরজ হয়ে গেছে। এদিকে এই লিফলেট বিতরণের প্রতিবাদে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান বলেন, তারা যেটা করেছে তা অত্যন্ত ভয়ংকর কাজ করেছে। আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি, যেকোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button