স্থানীয় সংবাদ

নগরীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগরীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর পশ্চিম বানিয়াখামার কাশেমাবাদ এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর ২৬নং ওয়ার্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম। জামায়াতে ইসলামীর ২৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মুহাঃ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নং ওয়ার্ড আমীর মাওলানা ছফির উদ্দীন। এসময় বক্তব্য রাখেন, ২৬ নং ওয়ার্ড শিবির সভাপতি মো. হুসাইন, জামায়াতে ইসলামীর ২৬নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শামিম হাসান, সেক্রেটারী এস এম আব্দুর রহমান আলম, ওয়ার্ড সমাজ কল্যাণ সম্পাদক ড. নাঈমুল ইসলাম এ এইচ এম জিনাত আলী প্রমুখ। সমাবেশে জামায়াত নেতারা বলেন, যুবসমাজ যে কোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের নির্দেশনা গুরুত্বের সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত আনুগত্যের মূর্ত প্রতীক হতে হবে। গণঅভ্যুত্থানের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দিতে ছাত্র-জনতার পাশাপাশি যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button