স্থানীয় সংবাদ
মেডিকেল আর কিচেন বর্জ্য সংগ্রহ করতে ক্লিনিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টারঃ মেডিকেল বর্জ্য আর কিচেন বর্জ্য একই সাথে ডাম্পিং করার সংবাদ প্রকাশ হওয়ার পর টনক নড়েছে কর্তৃপক্ষে। বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট দু’সংস্থার ( প্রদীপন ও স্বাদিচ্ছা ) প্রতিনিধিদের সাথে। মঙ্গলবার বিকেলে কেসিসির সচিব শরীফ আসিফ রহমানের রুমে এ সভা হয়। সভা শেষে বর্জ্য সংগ্রহের ত্রুটি ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে আপাতত বর্জ্য পৃথক করে রাখার জন্য ক্লিনিক ও হাসপাতাল মালিককে চিঠি দেয়া হবে। সঠিকভাবে তদারকি করার জন্য কনজারভেন্সী বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে বলে সচিব জানান।