স্থানীয় সংবাদ

সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরী করে একটি দুর্নীতি, শোষন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# খুলনায় এফডিইবির ঈদপূনর্মিলনী #

স্টাফ রিপোর্টার ঃ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমযান থেকে যে তাকওয়ার শিক্ষা নিয়েছি সেটি আমাদের কর্ম ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির লক্ষকে সামনে রেখেই এফডিইবি নামে ফোরাম প্রতিষ্টিত হয়েছিলো। বর্তমান সদস্য সংগ্রহ বৃদ্ধির যে পক্ষ চলছে এই পক্ষকে কাজে লাগিয়ে সকল ইঞ্জনিয়ারের কাছে এ ফোরামের দাওয়াত পৌঁছে দিতে হবে। যদি আমরা সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরী করতে পারি তাহলে একটি শোষন ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। তিনি বলেন, অনেক ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত হয়েছে। এ জন্য ঝরে গেছে দুই সহ¯্রাধিক তরতাজা প্রাণ। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দেশকে বৈষম্য মুক্ত করার জন্যই আমাদের বীর সন্তানরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু তারা শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আত্মবিসর্জন দেননি। তাই দেশে নির্বাচন অনুষ্ঠানের আগে রাষ্ট্রীয় অবকাঠামোগুলোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা ফ্যাসীবাদের প্রত্যাবর্তনের পথকে মসৃণ করতে তুলবে। তাই সংস্কার ইস্যুতে জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি অতিদ্রুততার সাথে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। নগরীর খালিশপুরস্থ আইডিইবি ভবনের অডিটোরিয়ামে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এফডিইবি খুলনা মহানগরী সভাপতি ইঞ্জি. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জি. তিতুমীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজেএমসি অব. ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জি. মোল্লা আলমগীর, পাওয়ার গ্রিড খুলনার নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. ঈমান আলী। অন্যান্যের মধ্যে মহানগরী সহ-সভাপতি ইঞ্জি. আনিসুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক ইঞ্জি. তাইমিয়া বিন মর্তুজা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক ইঞ্জি. মোনাজাত হোসেন, শিক্ষা গবেষণা ও আইটি সম্পাদক ইঞ্জি. ইব্রাহিম, প্রচার সম্পাদক ইঞ্জি. শাহিন আলম, কার্যকরী সদস্য ইঞ্জি. দেলোয়ার হোসেন, ইঞ্জি. গোলাম কিবরিয়া, ইঞ্জি. হোসেন আলী, ইঞ্জি. মানজারুল ইসলাম, ইঞ্জি. আলাউদ্দিন, ইঞ্জি. আল-আমীন আকাশ, ইঞ্জি. ইমরান হোসেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জি. আরিফুল ইসলাম।
অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আরো বলেন, বাংলাদেশে আর যেন নতুন ফ্যাসিবাদ তৈরি না হয় সে জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। দুই হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আর কেউ যেন ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে শাসন কাঠামোর আমুল সংস্কার সময়ের দাবি। বাংলাদেশ যেন আর পথ না হারায় সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে আমরা বাসযোগ্য, নিরাপদ ও উন্নত রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ । স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশী মানুষের ভাব মর্যাদা রক্ষায় জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। আমরা সমাজ ও রাষ্ট্র থেকে সকল প্রকার বৈষম্য, বিভেদ ও দুর্নীতি, সন্ত্রাস দূর করতে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি সকলকে দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button