স্থানীয় সংবাদ

বেনাপোল থেকে ৯পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি ঃ
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল থানার পুটখালী বিওপির সদস্যরা ১.০৪৯ কেজি ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে।বুধবার(৮ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মোঃ মনিরুজ্জামান (৩৭) নামে পাচারকারী কে আটক করা হয়। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি উত্তর পাড়া গ্রামের কাদের আলী সরদারের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার মূল্য ১,৮০,৫২,২৪১/- টাকা( এক কোটি আশি লাখ বায়ান্ন হাজার দুশত একচল্লিশ টাকা)উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button