স্থানীয় সংবাদ

খুলনায় বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : খুলনায় দুই বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ তপন কুমার বিশ্বাস (৫৭) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হরিণটানা থানা পুলিশ নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তপন কুমার বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বনগাঁ পশ্চিমপাড়ার মৃত ভগীরথ বিশ্বাসের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক তপন কুমার বিশ্বাসকে দুই বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ২ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button