স্থানীয় সংবাদ

কয়রা ও পাইকগাছায় জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ
কয়রা ও পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার (১১ অক্টোবর) ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ৯ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে ও বিকেল ৩টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে পৃথক পৃথক এ ছাত্র-যুব সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
একই দিনে অনুষ্ঠিতব্য দু’টি সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করবেন পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান ও কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করবেন কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান।
এদিকে কয়রা-পাইকগাছার ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশ সফল করতে স্ব স্ব উপজেলার নেতাকর্মীসহ জনসাধারণের প্রতি আহবান জানিয়ে এক বিবৃতিতে খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ছাত্র ও যুব সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। যে সমাজে ধর্মের ভিত্তিতে কোন বিভাজন থাকবে না। সর্বোপরি আমাদের লক্ষ্য হচ্ছে দেশে সুশিক্ষার সম্প্রসারণ। মূলত, সুশিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে। তাই চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। তিনি সুশিক্ষিত জাতি গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button