কচুয়া হাসপাতাল প্রাঙ্গনে কর্তব্য পালনকালে ৫ সংবাদকর্মীকে মারপিট

# মোবাইল ক্যামেরা ভাংচুর, থানায় অভিযোগ : গ্রেফতার নাই
বাগেরহাট প্রতিনিধি ঃ মব সৃষ্টি করে একজন শিক্ষক কে মারপিট করাসহ জুতার মালা পরানোর ঘটনায় বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের তথ্য সংগ্রহ করতে গিয়ে মব সৃষ্টিকারীদের হামলার শিকার হয়েছেন স্থানীয় ৫ সংবাদ কর্মী। আহত সংবাদ কর্মীরা হলেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রাকিবুল হাসান, আনন্দ টিভির এস.এম হুমাউন, দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ, জেটিভির মুন্না শেখ ও দৈনিক জন্মভূমি পত্রিকার খান সুমন। আহত সংবাদ কর্মীরা জানান, উপজেলার বাধাল বাজার এলাকায় শনিবার দুপুরের দিকে নারী সংক্রান্ত একটি ঘটনায় একজন শিক্ষককে প্রকাশ্য জনসম্মুখে মারধর করে জুতার মালা পরিয়ে ঘোরানোর পর পুলিশের নির্দেশনায় ওই শিক্ষক কে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্ত্তি করা হয়। এ খবর পেয়ে বিকেলের দিকে ৫ সংবাদকর্মী হাসপাতালে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় হাসপাতাল এলাকায় অবস্থান করা সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায় এবং সংবাদকর্মীদের ক্যামেরা, মোবাইল ফোনসহ অন্যান্য যন্ত্রপাতি ভাংচুর করা হয়। এতে সংবাদকর্মীদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদ কর্মী রাকিবুল হাসান বাদী হয়ে হামলাকারীদের প্রধান মামুন শেখ ও জিহাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২/১৩ জন সন্ত্রাসীর বিরুদ্ধে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। চিহ্নিত সন্ত্রাসীরা ওই সংবাদকর্মীদের প্রাননাশের হুমকী অব্যাহত রেখেছে বলে আহত সংবাদ কর্মীরা জানান। এ সব ঘটনার বিষয়ে কচুয়া থানার ওসি মো. শামীম আহেম্মদ রবিবার সকালে জানান, সংবাদকর্মীদের মারপিট করার ঘটনায় এজাহার রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধেও একটি নারী নির্যাতন মামলা রেকর্ডসহ তাকে গ্রেফতার করা হয়েছে।



